আশাশুনি উপজেলার আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ সদক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সাতক্ষীরা থেকে আশাশুনিতে ফিরছিলেন। ধুলিহর বাজার পার হয়ে কিছুদুর পৌছলে হঠাৎ করে এ বৃদ্ধ মোটর সাইকেলের সামনে এসে পড়লে চালক কড়া ব্রেক করেন। ফলে মোটর সাইকেল থেকে চেয়ারম্যান কুদ্দুছ ছিটকে সড়কের উপর পড়ে গেলে মাথায় আঘাত প্রাপ্ত ও জখম হয়। তাকে সাতক্ষীরায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মিটি মেডিকেলে ভর্তি করা হয়। এলাকাবাসীসহ ইউনিয়ন, উপজেলা, জেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যানের আশু রোগমুক্তি কামনা করেছেন।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024