বিএনপি-জামায়াতের সমাবেশ, হরতাল ও অবরোধে গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গত ১৩দিনে ঢাকাসহ সারাদেশে প্রায় ৯২টি গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে আরও ২০০টি গাড়ি ভাঙচুর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। 


বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 


বিজ্ঞপ্তিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ উপেক্ষা করে ৮ ও ৯ নভেম্বর ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে গাড়ী চলাচল অব্যাহত রাখায় মালিক-শ্রমিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সেই সঙ্গে আগামীতে বিএনপি-জামায়াত নতুন কোনো কর্মসুচী ঘোষণা করলে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কোম্পানীভূক্ত মালিক-শ্রমিকদের অনুরোধ জানানো হয়। 




বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনভাবেই বরদাস্ত করা যায় না। এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জরুরীভাবে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান এনায়েত উল্যাহ । এছাড়াও আগামীতে এ ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করলে গাড়ি চলাচলে যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় এজন্য ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024