নোয়াখালীর সেনবাগে সদ্য প্রয়াত গুণী ব্যাক্তিদের স্মরণে জাতীয় পার্টির উদ্যোগে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর জাতীয় পার্টির সভাপতি  সাংবাদিক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিডিয়া ব্যাক্তিত্ব হাসান মঞ্জুর। 

পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ  হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আর্মি,সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য ভিপি মমিন উল্যা মানিক,বাজার ব্যবসায়ি হাজ্বী আবদুল ওদুদ,লন্ডন প্রবাসী আবু আব্বাস চৌধুরী, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন,চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যলয়ের সহকারী শিক্ষক ও বাজার ব্যবসায়ি বদরুল আলম নয়ন, সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাদাত হোসেন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মোঃ আলী,তাজুল ইসলাম, জাতীয় যুব সংহতির নেতা আবদুল জব্বার রিপন প্রমুখ।

প্রয়াত গুণী ব্যাক্তিগণ হলেন-

সেনবাগ পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি  মরহুম মোঃ মোস্তফা মিয়া, সেনবাগ বাজার কমিটির সভাপতি মোঃ মরহুম আমান উল্যা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম মাহবুবুল হক বিএসসি,অবসরপ্রাপ্ত মাদ্রাসা  শিক্ষক মরহুম মাওলানা মজিবুল হক।

পরিশেষে সেনবাগে প্রয়াত ব্যাক্তিদের বিদায়ী আত্নার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024