|
Date: 2023-11-10 11:34:45 |
জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামে আব্দুল মুমিন নামে এক কৃষকের গাভীর ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ায় শরিফুল ইসলাম নামে এক পশু চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম উপজেলার পুনট ইউনিয়নের ভূগোইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী কৃষক আব্দুল মুমিনের ফ্রিজিয়ান ক্রস জাতের ওই গাভি ৯ মাসের গর্ভবতি ছিলো। গাভীটির গায়ে অতিরিক্ত তাপ থাকায় স্থানীয় পল্লী পশু চিকিৎসক শরিফুলকে খবর দিলে তিনি এসে এন্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করলে গরুর শরীরের তাপমাত্রা কমে যায় ও পানি শূণ্যতার কারনে গাভীটির মৃত্যু হয়।
কালাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী জানান, ভুল চিকিৎসার কারনে গাভীটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই পশু চিকিৎসকের সনদ যাচাই করে জানতে পারি সে যুব উন্নয়নের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন গ্রামে পশু চিকিৎসা করতেন।
এ বিষয়ে ভুক্তভোগী ওই কৃষক লিখিত অভিযোগ করলে শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি ওই পশু চিকিৎসকের বিরুদ্ধে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
© Deshchitro 2024