কলমাকান্দায় টিম অপরাজিতার হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড


মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন,বাংলাদেশ নাজিরপুর এপি পরিচালিত "টিম অপরাজিতার" হস্তক্ষেপে বাল্য বিবাহ পন্ড করা হয়েছে। 


বৃহস্পতিবার রাতে উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা গ্রামে শাহিদ মিয়ার বাড়িতে এ বাল্য বিবাহের আয়োজন চলছিল।


উপজেলা প্রশাসন থেকে টিম অপরাজিতার পরিচালক সাংবাদিক নাজমুলকে ফোন করে জানানোর পর রাতেই টিম অপরাজিতার সদস্য লিজা আক্তার, রাসেল মিয়া, মোকসেদ মিয়া এবং খারনৈ ইউনিয়নের স্থানীয় মেম্বার আরশাদ মিয়াকে সাথে নিয়ে  বাল্য বিবাহ পন্ড করে দেয়।


জানা যায়, লেংগুরা ইউনিয়ের ল্যাংগুরা গ্রামের শাহিদ মিয়ার ছেলের মিজানুর রহমানের সাথে দক্ষিণ গোড়াগাও গ্রামের সহিদ এর নাবালিকা কন্যার সহিত এবিবাহের আয়োজন চলছিল। 


টিম অপরাজিতার পরিচালক সাংবাদিক নাজমুল হক জানান, এ পযর্ন্ত "টিম অপরাজিতা"  উপজেলা প্রশাসনের সযোগিতায় ৩৬টির অধিক বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024