|
Date: 2023-11-11 08:12:32 |
ঈশ্বরগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে র্যালি শেষে ডাকবাংলো চত্বরে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আজাদ হোসেন ভূইয়া পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, বজলুর রহমান, সদস্য আবুল মুনসুর, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য শরীফুজ্জামান আকন্দ রানা, যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইয়া সুমন।
© Deshchitro 2024