|
Date: 2023-11-11 08:57:49 |
স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরীফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহঃ মাহতাব হোসেন, উলিপুর লোকজ উৎসব পরিষদের সভাপতি রথীন্দ্র প্রসাদ পান্ডে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা শামীম আখতার আমিন, উপদেষ্টা আলহাজ্ব মজিবর রহমান, কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাফী,
বিশিষ্ট সাংবাদিক আহসান হাবীব নীলু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে পরিশ্রম ও অধ্যাবসায়ের জন্য শিক্ষার্থীদের আহবান জানান।
পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।#
© Deshchitro 2024