|
Date: 2023-11-11 09:49:38 |
১১ নভেম্বর (শনিবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের ৫ টি উপজেলায় আলাদা আলাদা ভাবে র্যালী ও বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ তেঁতুলিয়া শাখার আয়োজনে উপজেলার ৭ টি ইউনিয়নের যুবলীগ নেতা কর্মীরা বিকাল তিনটায় তেঁতুলিয়া দলীয় কার্যালয়ে সমবেত হয়। এসময় এখানে তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মন্ডল, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, তেঁতুলিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাজী মাহমুদুর রহমান (ডাবলু), চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সা: সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, তেঁতুলিয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ মাসুদ করিম সিদ্দিকী, চেয়ারম্যান ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন। এছাড়াও তেঁতুলিয়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, সম্পাদক, আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ তেতুলিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোজাফ্ফর হোসেন।
© Deshchitro 2024