ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালী কেক কাটা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৪ টায় উপজেলার শশীগঞ্জ উত্তর বাজারে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে কাটাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে নেতাকর্মীরা।


আনন্দ র‍্যালি ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা -০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি- জামায়াতের অপশক্তিকে রুখে দিতে হবে। 


উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম নূরুন্নবীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত  ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024