|
Date: 2023-11-11 12:47:44 |
শেরপুর জেলার ঝিনাইগাতীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১১ নভেম্বর শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন, উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। বিকেলে যুবলীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা খাতুন শারমীনের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগের সহ-সভাপতি আলতাব হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান মনা, উপজেলা তাঁতীলীগের সভাপতি আমিরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি রনি আহম্মেদ রনবীরসহ শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভার আগে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
© Deshchitro 2024