রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা (রাবি বন্ধুসভা) কতৃক শনিবার (১১ নভেম্বর) প্রথম আলো ও বন্ধুসভার রজত জয়ন্তী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বন্ধুসভা প্রথম আলোর একটি অঙ্গসংগঠন যেটি ১৯৯৮ সালের ৪ই নভেম্বর প্রতিষ্ঠিত হয়। ওই একই দিনে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশের অন্যতম বড় একটি সংবাদ মাধ্যম প্রথম আলো।

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বন্ধুসভার উদ্যোগে এই আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি বন্ধুসভার উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম নীরব ও ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রিজভী আহমেদ ভূইয়া ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024