|
Date: 2023-11-11 14:16:06 |
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।
শনিবার বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় ও আওয়ামী যুবলীগের সাংগঠনিক পতাকাসহ র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, প্রচার সম্পাদক এইএম মাসুদ রেজা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, অন্যতম সদস্য রাহিদ আরেফিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
© Deshchitro 2024