কুষ্টিয়া কুমারখালিতে হুফ্ফাযুল  কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী ২৮ তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা এর কুষ্টিয়া জেলাধীন কুমারখালী  উপজেলা শাখার  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।



এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কুমারখালী তেবাড়িয়া গোরস্হান সংলগ্ন, বায়তুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা এর প্রাঙ্গণে, 



উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

 হাফেজ হযরত মাও. আবু সুফিয়ান সাহেব, হযরত মাও. দেলোয়ার হোসাইন মাজহারী,   হযরত মাও. মুফতি ওমর ফারুক কাসেমী, মাও. আব্দুল মালেক নুরানী, হাফেজ খালিদ সাইফুল্লাহ, হাফেজ মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, প্রভাষক জিল্লুর রহমান (মধু স্যার), কাউন্সিলর মোঃ তুহিন শেখ,মাও, আবু রায়হান মাহমুদী, হাফেজ সাব্বির আহমাদ,  হাফেজ জসিমউদদীন  হাফেজ ফিরোজুল আলমহা,হফেজ শাহাদাত হোসাইন ,হাফেজ আব্দুর রাজ্জাক, হাফেজ আব্দুল আলিম, হাফেজ আতাউর রহমান, হাফেজ বিল্লাল হোসেন , হাফেজ ইলিয়াস মাহমুদ  ,হাফেজ রুহুল আমিন  ,হাফেজ আহসানুর রহমান  ,হাফেজ মিজানুর রহমান সহ অনেক উলামায়ে কেরাম,



এ প্রতিযোগিতা অনুষ্ঠানে মোট ২৬০ ছাত্র অংশ গ্রহণ করে, 


গ্রুপ ভিত্তিক সর্বমোট ৪০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে। 



ও অংশগ্রহণকারী ২২ টি প্রতিষ্ঠান প্রধান কে সম্মাননা ম্যাডেল প্রদান করা হয়েছে।অনুষ্ঠান শেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়ার মাধ্যমে  সমাপ্ত করা হয় 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024