রাজধানীর আরামবাগে ও গাবতলীতে ১০ মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দু’টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, ‘আরামবাগে রাত ৮ টা ২০ মিনিটে এবং গাবতলী বাসস্ট্যান্ডে ৮ টা ৩৫ মিনিটে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসে কর্মীরা কাজ করছে।


তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। 


উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামীকাল রোববার ও সোমবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। অবরোধ শুরু হওয়ার আগে বাসে আগুন দেওয়ার এই ঘটনা ঘটল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024