|
Date: 2023-11-11 14:50:57 |
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এর আগে, বিকেল ৫টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সমনে এসে শেষ হয়।
উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।
এসময় আরো বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, পৌর যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্ল্যহ হামিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আইনুল মারুফ , উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান আল ইসলাম তন্ময়সহ প্রমূখ।
© Deshchitro 2024