মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজ হয়ে যাওয়া মাদ্রাসার দুই ছাত্রকে  অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

জানা যায়,আজ সন্ধ্যায় একজন ব্যক্তির কাছ থেকে  নিখোঁজ হওয়া রাফির মায়ের কাছে ফোন আসে। ঐ ব্যক্তির মাধ্যমে জানতে পারেন নিখোঁজ রাফি ও সাইদুল ঢাকা কমলাপুর রেলস্টেশনে বসে কান্নাকাটি করছে। যিনি কল দিয়েছেন তিনি পেইন্টিং এর কাজ করেন।তাৎক্ষণিকভাবে উনার সাথে যোগাযোগ করে ঢাকায় বসবাসরত তাদের আত্মীয়ের মাধ্যমে রাফি এবং সাইদুলকে উদ্ধার করা হয়।

আরোও জানা যায় যে,গতকাল রাত আনুমানিক ১ টায় রাফি এবং সাইদুলকে তিনজন ব্যক্তির সাথে কুলাউড়া রেলস্টেশনে দেখতে পান তাদের এক আত্মীয়। কিন্তু তিনি রাফি এবং সাইদুলকে চিনতেন না।ঐ তিনজন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলেও অপরিচিত হওয়ায়  তিনি তাদের সাথে কোনো কথা বলেন নি।যখন তিনি ফেইসবুকে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে তাদের ছবি দেখতে পেলেন তখন উনার মাধ্যমে জানা যায় তাদেরকে তিনজন ব্যক্তির সাথে কুলাউড়া রেলস্টেশনে তিনি দেখেছেন।

রাফি এবং সাইদুল বর্তমানে ঢাকাস্থ একটি থানায় পুলিশের হেফাজতে রয়েছে।তারা এখনও কিছুটা অচেতন অবস্থায় আছে।তাদেরকে দ্রুত বাড়িতে নিয়ে আসা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024