|
Date: 2023-11-12 01:53:54 |
পুরান ঢাকার সুত্রাপুরে মালঞ্চ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় আগুনের উপস্থিতি টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
রবিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে সুত্রাপুর কাঠেরপুল মালঞ্চ বাসস্টপে মালঞ্চ,ঢাকা মেট্রো-ব ১৫০২৮৩ এ বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
নাইট ডিউটির পাহারাদার সূত্রে জানা যায়, ফজরের আযানের পর পর একটা মটরসাইকেলে দুইজন লোক এসে বাসের ড্রাইভারের সিট লক্ষ্য করে আগুন ছুড়ে মারে। তারপর মটর সাইকেলে করে চলে যায়।
বাসে অবস্থানরত বাসের কন্ট্রাক্টর বলেন, আমরা বাসের তিনজন স্টাফ বাসে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমার পায়ে আগুনে ছেক লাগে। আমি সাথে সাথে দুইটা সিট দিয়ে আগুন চেপে ধরি। পরে দেখি নিচ থেকে আরও বের হচ্ছে। আমাদের চেচামেচিতে পাশেই সুত্রাপুর ফায়ার সার্ভিসের বাহিনী এসে আগুনকে সম্পুর্ণভাবে নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আমাদের কারও কোনো ক্ষতি হয়নি। বাসেরও কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
© Deshchitro 2024