কুষ্টিয়ার খোকসায় দেশীয় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে থানা পুলিশ । শনিবার রাত ১০ টার দিকে  ওসমানপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 


আটক ব্যক্তি ওসমানপুর ইউনিয়ন এর দেবিনগর গ্রামের হায়দার মেম্বারের ছেলে মো. ইদ্রিস (৩০)। 


জানা যায়, আগ্নেয় অস্ত্র সহ  মারামারির উদ্দেশ্যে কিছু লোক সংঘবদ্ধ হবার  সংবাদ পেয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ, এএসআই  সোহেল রানা, এএসআই মো. মুশফিকুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছান। এসময় সকলে পালিয়ে গেলেও পুলিশ  একজনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, শনিবার রাতে ওসমানপুর থেকে অস্ত্রসহ একাধিক মামলার আসামি  ইদ্রিসকে আটক করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024