অপেক্ষা 

ইমরান খান রাজ 

•••••••


মন ভালো নেই চোখে আলো নেই 

সবখানে লাগে অন্ধকার ;

বুকফাটা কান্না চেপে চলে যাব দূরে 

আজ থেকে করছি অঙ্গিকার। 


বার বার শুধু একই ভুল কেন হয় 

সবখানে দেখি মিছে অভিনয় 

শতবছরের অপেক্ষা শেষে-ও 

হবেনা তোমার আমার প্রণয়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024