প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলটি মোরেলগঞ্জ  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আনন্দ মিছিলের নেতৃত্ব দেন  মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আমিরুল আলম মিলন। এ আনন্দ  মিছিলে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,   উপজেলা যুব লীগের আহ্বায়ক  ও উপজেলা ভাইস চেয়ারম্যান  মোজাম্মেল হক মোজাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ এ মিছিলে অংশগ্রহণ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024