আজ ১৩ নভেম্বর, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সমাজ সেবক আবদুল ওহাব চৌধুরী ওহাব মিঞার ৪২ তম মৃত্যু বার্ষিকী। আবদুল ওহাব চৌধুরী ছিলেন একজন  রাজনীতি ও ব্যবসার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা ও শিক্ষামূলক ও ধর্মীয় কাজের সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৪১ সালে ১৪ ডিসেম্বর আনোয়ারা উপজেলাস্থ শিলাইগড়ার ঐতিহ্যবাহী থানাদার বাড়িতে জন্মগ্রহণ করেন।

বীরমুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরী (ওহাব মিঞার) ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় অসহায়, দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে মুক্তিযোদ্ধা আবদুল ওহাব চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024