|
Date: 2023-11-13 05:03:19 |
খেজুর গুড়ের যশোর জেলার প্রাণ অভয়নগরে খেজুর গাছি সম্মেলন ২০২৩ উপলক্ষে ১০০ জন গাছিকে কৃষি প্রণোদনা, ৩৪ জন গাছিকে খেজুর গাছ কাটার উপকরণ, আগত সকল গাছির রেজিস্ট্রেশন ও ডাটাবেজ তৈরি করে সকলকে উতসাহ দেয়ার জন্য গেঞ্জি ও ক্যাপ বিতরণ করা হয়েছে । "
যশোরের যশ খেজুরের রস" প্রচলিত প্রবাদকে ধরে রাখতে এ গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে গত ১১ নভেম্বর অভয়নগর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে উৎসবমুখর পরিবেশে গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার গাছিদের মাঝে প্রণোদনা হস্তান্তরের মাধ্যমে উতসাহ প্রদান করেন এবং গাছিদের সম্মান দিয়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন ।
জেলা থেকে আগত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মহোদয়ও সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অভয়নগরের সম্মানিত সকল জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, সুধীমহল, সাংবাদিকসহ সকলকে সাথে নিয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ গাছিদের পাশে থাকার আশ্বাস দেন। অভয়নগরের লুপ্তপ্রায় ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রকৃত গাছির ডেটাবেজ করে তাদের পাশে থেকে খাটি খেজুরের গুড় তৈরি ও বাজারজাতকরণে অনলাইন ও অফলাইন বিক্রয়কেন্দ্র নিশ্চিতকরণে আশ্বাস দেওয়া হয়।
প্রণোদনদ ও কৃষি উপকরণ পেয়ে গাছিরা একাজে আরো উৎসাহ পায়।
© Deshchitro 2024