|
Date: 2022-10-08 05:24:38 |
বৃহত্তর ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়বিলা বা পদ্ম বিল বাংলাদেশের সর্ববৃহৎ বদ্ধ জলাশয়গুলোর একটি। ৩২০ একর জায়গা জুরে থাকা বড়বিলা ফুলবাড়িয়া উপজেলা তথা ময়মনসিংহ বাসীর কাছে পদ্ম বিল নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে। যান্ত্রিক জীবনে একটু প্রশান্তি পেতে এই পদ্মবিল ঘুরাঘুরি করার জন্য পারফেক্ট একটি জায়গা। বড়বিলার মনোমুগ্ধকর পরিবেশে পদ্ম, শাপলা, শালুক নৌকা ভ্রমণসহ শীতের আগমনে বিভিন্ন রঙের অতিথিপাখি পর্যটকদের আকৃষ্ট করে তোলে। প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শত শত দর্শনার্থী আসে। গতকয়েক বছর যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বদৌলতে কিছু মানুষ এই পদ্মবিলের ছবি দেওয়ায় অনেকে জানতে পারে। ফলে কিছু সৌন্দর্য পিপাসু মানুষ উপভোগ করতে যায় এর সৌন্দর্য। নৌকায় করে পুরো পদ্মবিল ঘুরে বেড়ানো যায়। অনেকে ফটোগ্রাফি করার জন্য আদর্শ জায়গা হিসেবে বেছে নেয় এই পদ্মবিলকে। জানা গেছে, রাতে ফুটতে থাকা শাপলা সকালে রোদ ওঠার পর চুপসে যেতে থাকে। সেজন্য শাপলা ফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে ভোরেই আসতে হবে লাল শাপলার রাজ্য নাম দেয়া এই বড়বিলা পদ্মবিলে।
© Deshchitro 2024