১২নভেম্বর ভোরে দিনাজপুরে পন্যবাহী ভুট্রা বোঝাই একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীকারি।ভুট্টা বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রাম যাবার কথা ছিল বলে ট্রাক মালিক সুত্রে জানা যায় ।
 রবিবার ভোরে দিনাজপুর শহরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে লম্বা পাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।দুর্বৃত্ত কতৃক ট্রাকে আগুন দেবার কিছুক্ষন পরেই  খবর পেয়ে ঘটনাস্থলে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর সদস্যরা গিয়ে ট্রাকের আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।। উক্ত ঘটনার পর পরেই ঘটনাস্থলে পুলিশ,বিজিবি ,রেব,ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল দপ্তরের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জিন্নাহ আল মামুন বলেন এই কর্ম কান্ডের সাথে জরিত ব্যক্তিদের চিহ্নিত করে আইননের আওতায় নিয়ে আসার এবং মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।যারা জান মালের ক্ষতিসাধন করে সমাজে নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা করবে তাদের কখনোই ছাড় দেয়া হবে না।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024