|
Date: 2022-10-08 07:21:08 |
কক্সবাজারের ইনানীতে রয়েল টিউলিপ সি-পার্ল হোটেলের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় মরিয়ম চৌধুরী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গোসলের সময় ডুবে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার মরিয়মের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
মরিয়মের মায়ের বরাত দিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক অলিউর রহমান জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে ওঠে। পরে তারা হোটেলের সুইমিংপুলে যান এবং গোসল করতে নামেন।
এ সময় অগোচরে শিশু মরিয়ম সুইমিংপুলে পড়ে যায়।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরিয়মের চাচা মিনহাজুল ইসলাম বলেন, ‘মরিয়ম সুইমিংপুলের পাশে দাঁড়িয়েছিল। কখন সে পুলে পড়ে যায় কেউ খেয়াল করতে পারিনি। আমরা এখন কক্সবাজার সদর হাসপাতাল থেকে তার মরদেহ বুঝে পেয়েছি। মরদেহ নিয়ে রাঙ্গুনিয়া গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।’
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই মরিয়মের মৃত্যু হয়েছে। তার মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
© Deshchitro 2024