|
Date: 2023-11-13 09:53:04 |
জয়পুরহাটের পাঁচবিবিতে ছমিরন নেছা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও সরাষ্ট্র মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট সামছুল আলম দুদু।
১৩ নভেম্বর(সোমবার) সকালে ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ছমিরন নেছা মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সভাপতি দেওয়ান সিরাজুল ইসলামের সভাপতিত্বে অত্র বিদ্যালায়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছমিরন নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সারিকা সাহা শিমু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য,ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক,পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ৭ নং কুসুম্বা ইউনিয়নের চেয়াম্যান জিহাদ মন্ডল,উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম,
উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম,পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আব্দুল হক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী ও আমন্ত্রিত অথিতিবৃন্দ।
© Deshchitro 2024