◾আসাদুজ্জামান সম্রাট


কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলার একমাত্র অরাজনৈতিক সাহিত্য বিষয়ক সংগঠন হল উপকূলীয় সাহিত্য ফোরাম । গতকাল এই ফোরামে  ২০২২-২৩ কার্যবর্ষের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ।





উপকূলীয় সাহিত্য ফোরামের পূর্নাঙ্গ কমিটি গত ৭ই অক্টোবর  ফোরামের  সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ওমর ফারুক হারুন এবং প্রধান উপদেষ্টা সাঈদ মো: আবু নোমানসহ উপদেষ্টামন্ডলীর  স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় । প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় সাহিত্য ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২২-২৩ কার্যবর্ষের  জন্য  রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সম্মানিত শিক্ষক মো: সায়েদ হোসাইন ছোটনকে সভাপতি এবং তরুণ কবি ও সংগঠক জাহেদুল আলম রিফাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয় । একইদিনে ফোরামের উপদেষ্টামন্ডলী, সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কিছু বই পড়ুয়া তরুণ শিক্ষার্থীদের নিয়ে ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি আগামী একবছরের জন্য  অনুমোদন দেওয়া হয়েছে। 



 
উল্লেখ্য , ‘নিয়মিত বই পড়ি,  জ্ঞানের আলোয় দেশ গড়ি ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৯ সালের ১লা অক্টোবর উপকূলীয় এলাকার একঝাঁক তরুণ কবি,  লেখক এবং গ্রন্থকীট  শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে ফোরামটি  প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়মিত সাহিত্য  বিষয়ক বিভিন্ন আলোচনা সভা ও সেমিনার এবং বিখ্যাত বইয়ের উপর বুক রিভিউ  আয়োজনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে জ্ঞানপিপাসু তরুণ সমাজ গড়ে তুলার লক্ষ্যে  ফোরামটি কাজ করে যাচ্ছে । 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024