|
Date: 2023-11-13 13:59:20 |
হাটহাজারী উপজেলা প্রশাসন ও হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কোটিপতি কৃষক মেলা উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। ১৩ নভেম্বর (সোমবার) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যন এস এম রাশেদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম বাসেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ আবু রায়হান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান সহ আরো অনেকে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আল মামুন সিকদার এর সূচনা বক্তব্যের পরে প্রধান অতিথি ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ কৃষি খাতকে আরও উন্নত করার তাগিদ দিয়ে প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আস্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের সমাপ্তি লঘ্নে উপস্থিত সকল কোটিপতি কৃষক কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
© Deshchitro 2024