কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ভাবে একদিনে আলী আকবর ডেইল ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়নে বিষপানে দুজন আত্মহত্যার চেষ্টার করেছে। তাদের দুজনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।


সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তবলরচর এলাকার রহমতুল্লাহর ছেলে মো. ফোরকান (৩০) তার স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যার জন্য ঘরে থাকা কীটনাশক পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মো. ফোরকানের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে, স্বজনেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানান।


একইদিন দুপুর সাড়ে ১২ টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গাইট্টাখালী এলাকার আব্দুর রশিদের ছেলে বজল করিম (১৫) তার চাচাতো বোনের সাথে প্রেমের সম্পর্ক ছিল। তার পরিবার বিয়ের প্রস্তাব মেনে না নেওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে বজল করিম। পরে, অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ।


এবিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, এখনও পর্যন্ত এ দুটি ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করে নি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024