|
Date: 2023-11-14 04:58:01 |
দুর্গাপুর উপজেলার কাপাসাটিয়া-কুমুদগঞ্জ সড়কের বাড়ইকান্দি মসজিদসংলগ্ন অংশ ভেঙে বড় গর্তে পানি জমে আছে। এ রকম গর্তগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভোগান্তির আরেক নাম যেন কাপাসাটিয়া-কুমুদগঞ্জ সড়ক। প্রতিনিয়ত ঘটছে ওই সড়কে দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলেই পানি জমে খানাখন্দ ভরে ডোবায় পরিণত হয়ে যায় রাস্তা। বিকল্প রাস্তা না থাকায় মানুষকে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে এই রাস্তা দিয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, কাপাসাটিয়া বাজার-কুমুদগঞ্জ সড়কের তিন কিলো ৬০০ মিটার অংশের বেশির ভাগই বড় বড় গর্তে ভরা। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না। এ সড়ক দিয়ে উপজেলার চার ইউনিয়নসহ অন্য উপজেলারও হাজার হাজার মানুষ চলাফেরা করে। রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়ার সময় ভোগান্তিটা বেশি পোহাতে হয়।
তা ছাড়া ওই রাস্তার কারণে কৃষিপণ্য ও ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হচ্ছে। বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
এ বিষয়ে স্থানীয় বারইকান্দি গ্রামের মো. সালামত মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ হওয়ায় বাড়ইকান্দি মসজিদসংলগ্ন এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত বছর ওই ভাঙা জায়গায় অটোর ধাক্কায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই একজন মারা গেছে।’
বিরিশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু বলেন, ‘কাপাসাটিয়া-কুমুদগঞ্জ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এখন এটা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত রাস্তাটি দ্রুত সংস্কার করা।’
বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ তালুকদার সাগর বলেন, ‘এ রাস্তায় মাঝে মাঝেই হতাহতের ঘটনা ঘটছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে কর্তৃপক্ষের সুদৃষ্টি দরকার।’
উপজেলা প্রকৌশলী মো. খোয়াজুর রহমান বলেন, ‘রাস্তাটির বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছি।
অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, অচিরেই টেন্ডার করা হবে।’
নেত্রকোনা জেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান শেখ বলেন, ‘ওই রাস্তার প্রপোজাল হাতে পেয়েছি। খুব দ্রুতই কাজটি বাস্তবায়ন করা হবে।’
© Deshchitro 2024