সেনবাগে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর নিহত




নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলার ফেনী- নোয়াখালী মহাসড়কের ছমিরমুন্সিরহাট বাজারের পশ্চিমে দরগাবাড়ী পোল সংলগ্ন জেবিএম ব্রিকফিল্ডের সামনে সড়ক দুর্ঘটনায় মো: শাহাদাত হোসেন প্রকাশ সাধন(৩৮)নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। 


মঙ্গলবার সকালে ফজরের  নামাজ শেষে প্রাত ভ্রমনে বের হয়ে জেবিএম ব্রিকফিল্ডের সামনে পৌছলে একটি  অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয় দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পথ চারিরা তাকে রাস্তার পাশ্বে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় ।


শাহাদাত  সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের পুরাতন বাড়ির ও শায়েস্তানগর গ্রামের বাসিন্দা।শাহাদাত হাজনী খাল এলাকায লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজে সংলগ্ন স্থানে শাহাদাত স্টোর নামের একটি ব্যবসা প্রতিষ্টানের মালিক ছিলো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024