আদমদীঘির সান্তাহারে রেলওয়ে টিকিট কাউন্টারের পাশ থেকে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে এই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। 

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ভোরে সান্তাহার রেলওয়ে টিকিট কাউন্টারের পাশে ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে থানায় খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বার্ধক্যজনিত কারনে বৃদ্ধটির মৃত হতে পারে। মৃত অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্তে পিবিআই‘র একটি টিম কাজ করছেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024