জামালপুরের মাদারগঞ্জে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার সকাল ১০ টায় বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে প্রায় ১১শ ২৫ জন ভোট প্রার্থনা কর্মীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়৷ ক্যাম্পেইনার প্রশিক্ষণের ভারপ্রাপ্ত আহবায়ক বাবু অরুণ কুমার সাহার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল৷


 এসময় প্রশিক্ষণ প্রদান করেন বৃহত্তর ময়মনসিংহ এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম রবিন,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ব্যাবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এনামুল হক মেন্টর,হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডা.সৈয়দ নাজমুল হুদা৷


এ সময় উপজেলার ভোট কেন্দ্রগুলোর ভোট প্রার্থনাকারীদের প্রশিক্ষক মোশাররফ হোসেন বাদল, শফিউল আলম, রায়হান রহমতুল্লাহ রিমু,লাইলা ইয়াসমিন, নাজমা পারভিন মুন্নি ও সমসাদ আরা রেবা সহ উপজেলা, শহর, ইউনিয়ন,ও ওয়ার্ডে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024