|
Date: 2023-11-14 11:44:11 |
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৩ উপলক্ষে কুড়িগ্রামে এনসিডি কমিউনিটি হাসপাতালে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় এনসিডি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনায় এ সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ডায়াবেটলজিষ্ট ডাঃ অজয় কুমার রায়। এ-সময় তিনি বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির তথ্যানুযায়ী,বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। বিশেষজ্ঞদের আশংকা আগামী ৪ বছরে এই সংখ্যা দ্বিগুণ হতে পারে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, কুড়িগ্রাম ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আরিফুল ইসলাম আরিফ ও ডাঃ তানভীর।
বক্তারা মনে করেন, শৃংখলাবদ্ধ জীবন-যাপন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব।
© Deshchitro 2024