|
Date: 2022-08-07 16:15:19 |
• হাসান মাহমুদ শুভ :
আজ রবিবার (৭ আগষ্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের ২১-২২ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে ফুলের শুভেচ্ছা সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন- সম্মানিত চেয়ারম্যান, আইএমএল, জনাব আহমেদ আল কবির, সম্মানিত চেয়ারম্যান, গভর্নিং বডি,আইএমসি এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ মুবিন খান,
সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইএমএল, জনাব মোহাম্মদ ওয়াসিম রব।
সম্মানিত অধ্যক্ষ, আইএমসি, জনাব প্রফেসর ডাঃ মিজানুর রহমান,
সম্মানিত উপাধ্যক্ষ, আইএমসি, জনাব প্রফেসর ডাঃ হাবিব সাদাত চৌধুরী সহ বিভিন্ন ডিপার্টমেন্ট এর সম্মানিত শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। আরো উপস্থিত
ছিলেন নবীন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় ছিলেন, উক্ত অনুষ্ঠান পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারপার্সন প্রফেসর উম্মে খায়ের ফাতেমা খান মজলিস,বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ। ২০০০ সালে এটি গাজীপুর টঙ্গীতে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ।
© Deshchitro 2024