ছবির মত দেশ 

দেখতে লাগে বেশ, 

সবুজ শ্যামল বন বনানী 

ভরে তুলে মন, 

সেই দেশেরই নাম বাংলাদেশ। 

সেই দেশে- 

মাঠে মাঠে গরু চড়ে, 

ভাটিয়ালি গান ধরে, 

সেই আমাদের প্রিয়

জন্মভূমি বাংলাদেশ। 

যে দেশে পাখি উড়ে যায় 

দেখে মন জুড়ায়, 

সে আমার বাংলাদেশ। 



সুজন মাহামুদ খান 

নাগরপুর, টাংঙ্গাইল, বাংলাদেশ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024