যেখানে শেষ হয়েছে প্রেম 

সেখানে বিলীন হয়েছি আমি! 

যেখানে শেষ হয়েছে বিশ্বাস 

সেখানে মর্মাহত হয়েছি আমি! 

তোমারই তরে সর্বাঙ্গে ব্যথা 

যেখানে তুমি করেছ হীন! 




চাঁদনী আখতার 

দোহার, ঢাকা। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024