মানুষ তার প্রকৃতিগত সত্ত্বা থেকে দিন দিন বেরিয়ে যাচ্ছে। ভয়ানক এক সমাজ বিবর্তনের রুপরেখা অঙ্কন করে চলেছে। নিজের কৃতকর্মের বিন্দুমাত্র মূল্যবোধ বজায় রাখছে না। ইসলামিক অনুশাসন ও রীতি-নীতি নৈতিকতাকে আকৃষ্ট করে ধরে রাখতে পারছে না। স্বাভাবিকভাবেই নিজেকে মনুষ্যত্বহীন দেবালয়ে ঠেলে দিচ্ছে। বিশেষ করে আজকের তরুণ সমাজ একটু বেশিই বিভ্রান্তকর অবস্থায় চলেছে। সমাজ কিংবা রাষ্ট্র,জাতি কিংবা মানুষ কোনোকিছুরই সুরাহা তাঁদের ডায়েরিতে নেই। নিজ নিজ অবস্থানের ভিত্তি গড়তে সবাই মনস্থির,হোক সেটা নৈতিক কিংবা অনৈতিক।তাতে কিছু যায় আসে না।


আজ মানুষের পৃথিবীতে মানুষ কোথায়!

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024