বিএনপির ডাকা পঞ্চম দফায় অবরোধের প্রথম দিন জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেছেন। 

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে ইসলামপুর-পচাবহলা সড়কে পৌর শহরের মোড় এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অবরোধ সমর্থনে মিছিল করে নেতা-কর্মীরা।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় অবরোধ সফল করতে মিছিল করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। 

বিএনপিসহ সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এসময় সরকারবিরোধী নানাবিধ স্লোগান দেন মিছিলকারীরা। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর দিকনির্দেশনায় অবরোধ সফল করতে নেতা-কর্মীরা মিছিলে স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেছেন। 

অবরোধের বড় ধরনের প্রভাব না পড়লেও এদিন এ উপজেলায় দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024