|
Date: 2023-11-15 07:20:46 |
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের (বিটিসিএলএফ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা নবীনবরণ ও নবীনদের নিয়ে উম্মুক্ত সাহিত্য প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস্ কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। রেজিস্ট্রার সূত্রে জানা যায় এ বছর সর্বমোট ১৮০ জন শিক্ষার্থী সদস্য হওয়ার জন্য নিবন্ধন করেছে। তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসিবুল ইসলাম সহ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, 'ক্যাম্পাসে নিজের সৃজনশীলতা বাড়ানোর জন্য যে কয়টি জায়গা রয়েছে তার মধ্যে বাংলাদেশ তরুণ লেখক ফোরাম অন্যতম। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এখানে যুক্ত থাকলে তোমাদের দক্ষতা আরোও বৃদ্ধি পাবে। তিনি বলেন, ফেসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাদের মূল্যবান সময় যেন শেষ করে না দেয়। এজন্য অবসর সময়ে তোমরা নতুন নতুন লেখনী লিখবে।'
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম বাবু বলেন, 'আমরা আশা করি তারুণ লেখক ফোরামের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরবে। তারা ক্যাম্পাসের খাবার, আবাসিক ও প্রশাসনিক নানা অসংগতি তুলে ধরতে সাহায্য করবে। যাতে করে বিশ্ববিদ্যালয়ের সকল অন্যায় দূর হয়।'
শাকিবুল হাসান/সাজ্জাদ হুসাইন
© Deshchitro 2024