বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুব, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগ। বুধবার (১৫ নভেম্বর) একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল সাড়ে ৪ টায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এবং অন্যান্যদের মধ্যে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু প্রমুখ উপস্থিত ছিলেন। 

সমাবেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ও জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024