শেরপুরের নালিতাবাড়ীতে গারো পাহাড়ে সৃজিত সামাজিক বনায়নের উপকারভোগীদের লভাংশের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মধুটিলা ইকোপার্কের মহুয়া রেষ্টহাউজ চত্তরে আয়োজিত এক আলোচনা সমাবেশে ওই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মোহাম্মদ নিশাদ, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধুটিলা রেঞ্জকর্মকর্তা রফিকুল ইসলাম, জামালপুরের ভারপ্রাপ্ত রেঞ্জকর্মকর্তা আব্দুল করিম, প্রেসক্লাব নালিতাবাড়ীর সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও আয়নালহকসহ অন্যান্য উপকারভোগীরা। পরে অনলাইনে ১৪৫ জন উপকারভোগীদের মাঝে ৩ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৬৯৮ টাকার চেক বিতরণ করা হয়।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024