আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (৭ অক্টোবর) রাত্র ৮ টায় বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাব সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আঞ্চলিক প্রেসক্লাবে প্রধান পৃষ্ঠপোষক সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। আঞ্চলিক প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসান ইকবাল মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মজিবুর রহমান ও আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আঞ্চলিক প্রেসক্লাব সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, আলহাজ্ব আব্দুর রব, গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জ্বলেমিন হোসেন, কোষাধ্যক্ষ বিকাশ চন্দ্র বাছাড়, নির্বাহী সদস্য শেখ বাদশা, মইনুল ইসলাম, আমিনুর রশিদ, ফারুক হোসেন, খাইরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানের সফরসঙ্গী তাঁতী লীগ নেতা জহুরুল ইসলাম বাবু, যুবলীগ নেতা শাহিন আলম, উদ্যোক্তা রায়হান ইসলাম প্রমুখ।