|
Date: 2023-11-15 15:11:38 |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় পঞ্চগড়ের আটোয়ারীতে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ আনন্দ মিছিলের আয়োজন করে। এ সময় মিছিলে নৌকা নৌকা বলে মুখরিত হয়ে উঠে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং পঞ্চগড়- ১ আসনের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী মোঃ তৌহিদুল ইসলাম।
এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ তাদের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024