দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। একই ধারাবাহিকতায় আজ বুধবার রাত আটটার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কে আনন্দমিছিল করতে দেখা গেছে। । এ সময় শাবিপ্রবির সকল নেতা কর্মীরা নৌকা, নৌকা বলে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।


আজ সন্ধ্যা সাতটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে 


তফসিল ঘোষণার কিছুক্ষণ পরেই শাবিপ্রবির শাহপরান হল থেকে গোলচত্তর হয়ে ভার্সিটি গেট ও সড়কেও আনন্দ মিছিল করে শাবিপ্রবি শাখা ছাত্রলীগ।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024