আজ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে মো. হাবিব (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে। জানা যায় প্রতি বছর বর্ষার মৌসুম আসলে বাংলাদেশের গ্রাম গুলোতে পানিতে ডুবে অনেক শিশুর মৃত‍্যুর হয়।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের মোজাফফর চকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।শ

শনিবার ( ৮ অক্টোবর)   নিহত মো. হাবিব হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের মোজাফফর চোকিদার বাড়ির প্রবাসী মোহাম্মদ মজনুর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হাবিবের মা রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিলেন।

এসময় পাশে খেলাধুলা করছিলো হাবিব। খেলাধুলা করার এক পর্যায়ে হাবিব পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024