ফেসবুক, যেন বর্তমান সময়ের সবচেয়ে বেশি ব্যবহৃত সমাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের নিত্যদিনের সঙ্গী মোবাইল ফোনে যোগাযোগের জন্য ব্যবহৃত নানা অ্যাপ্লিকেশন মাঝে অন্যতম মেটা (ফেসবুক) এর বিভিন্ন অ্যাপস, মেসেঞ্জার।


সম্প্রতি মেসেঞ্জার প্রেফাইল আইকনের উপর নোট নামের নতুন ফিচার যোগ করায় প্রায় সকলেই এটা নিয়ে মত্য। যারা আপডেট ভার্সন ব্যবহার করছেন কেবল তারাই এই ফিচারটি দেখতে পাচ্ছেন। 'নোট' ফিচার নিয়ে নেটিজেনদের মাঝে ভিন্ন মত দেখা যাচ্ছে। কেউ কেউ বিস্ময়ের সাথে ভাবছেন "এটা আবার কী?" অনেকেই আবার হাসির খোঁড়াক হিসাবেই নিয়েছে ।


নতুন এই ফিচারটি আকৃষ্ট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও।  অধিকাংশ শিক্ষার্থী তাদের প্রোফাইলে নতুন নোট সংযোজন করেই যেন তার প্রমান দিচ্ছে।  কেউ কেউ মনের ভাব, কেউবা হাস্যরসাত্নক কথা আবার অনকেই কাব্যিক ভাষায় বরণ করে নিয়েছে এই নতুন ফিচারকে। 


৬০ বর্ণের ছোট এই বার্তায় হয়ত আপনি দিনে কী করছেন বা কোনো বিষয়ে মতামত জানতে চাইতেই পারেন। এই নোটে লেখার পাশাপাশি আপনি ইমোজিও ব্যবহার করতে পারবেন। আর আপনার একটি নোট আপনার বন্ধু তালিকা মেসেঞ্জারে দেখা যাবে পরবর্তী ২৪ ঘণ্টা অবধি।


নিত্য নতুন ফিচারের আপডেট করে মেটা প্ল্যাটফর্মগুলোর ব্যবহারে প্রতি আকৃষ্ট করছে নেটিজেনদের। আগে বাম্প, আনসেন্ড, রিপ্লাই, স্টোরি প্রকাশ এর মতো ফিচার এনেছিলো মেসেঞ্জার। এসব ফিচার বেশ সহজ করে দিয়েছে বন্ধুদের রিপ্লাই দেয়া, ভুল মেসেজ সরিয়ে দেয়া ও রিমান্ডার দেয়ার জন্য। এবারের নতুন ফিচার হিসেবে মেসেঞ্জার নিয়ে এলো নোট ফিচার। ইতোমধ্যেই এটা সাড়া ফেলেছেন  অনেক ব্যবহারকারীর মাঝে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024