|
Date: 2022-10-08 14:46:00 |
মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি আশাশুনি উপজেলা শাখা কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরন করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) দুপুর ২ টায় আশাশুনি প্রেস ক্লাব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলা টিভির জেলা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা হিউম্যান রাইটস কমিটির সিঃ সহ-সভাপতি আঃ আলিম, সহ-সভাপতি বোরহান উদ্দিন বুলু, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ, অর্থ সম্পাদক ডাঃ আবু জাহাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিটির সকল সদস্যকে সংগঠনের আইডি কার্ড প্রদান করা হয়।
© Deshchitro 2024