|
Date: 2023-11-16 06:11:35 |
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মহেশখালীতে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা মানি লন্ডারিংয়ের অপরাধে বিদেশে পালিয়ে যায় বাংলাদেশের জনগণের তাদের উপর আস্থা নেই।
আনন্দ মিছিলে যোগ দেন মহেশখালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।
© Deshchitro 2024