|
Date: 2023-11-16 07:18:13 |
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিলে মাইক্রোবাস,মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল ওমাম (৩৩)নামে এক ডাক্তারের মৃত্যু হয়েছে।তিনি চট্টগ্রামের পার্কভিউ হসপিটালের মেডিকেল অফিসার ছিলেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ডুলহাজারা ইউনিয়নে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদুল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরী’র ছেলে। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার জানায়,কক্সবাজারগামী যাত্রীবাহী মাইক্রোবাস ও চট্টগ্রামমূখী মিনি ট্রাকের সংঘর্ষে সোয়াদুল নামের এক ব্যক্তি নিহত হয়েছে।ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এদিকে ডাঃ সোয়াদুল ওমাম’র মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।স্বজনদের আহাজারী আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
© Deshchitro 2024